MANJO GAMERS FTP SERVER LIST BD
প্রথমেই বলে নিই সার্ভারটি শুধুমাত্র গেমারদের জন্য তৈরি করা হয়েছে। আমরা অনেকেই আছে যাদের গেম পছন্দ। তো আমরা অনেক সময় বিভিন্ন গেম খুঁজে থাকি জা নাও পেতে পারি। অথবা লেটেস্ট যে গেম গুলো এগুলো অনেক সময় আমরা ডাউনলোড করতে অনেক সময় লাগে । সেখানে আমরা বিডিআইএক্স এর সার্ভার খুঁজি । আমরা জানি যে সমস্ত সার্ভারগুলো বিশেষ করে মুভির ক্ষেত্রে তারা বেশি প্রাধান্য দিয়ে থাকে। গেমের ক্ষেত্রে তারা কিছুটা কমই প্রাধান্য দেয় ।সার্ভারটি করেছে কি আপনাদের একটি ভোগান্তি হচ্ছে গেম খোঁজা এবং এন্তের দূর করতে সার্ভারটি সব সময় আমার ব্যক্তিগত কাজে দিয়েছে । সার্ভারটি তে আপনারা টরেন্টের গেম পাবেন এতে কোন সন্দেহ নেই। টরেন্টে এ না থাকলে এখানে পাবেন তার কারণ হচ্ছে সার্ভারটি অনেক আগের এবং পুরাতন একটি সার্ভার। আর এখানে পিসি এবং অ্যান্ড্রয়েড গেমিং সবই পাওয়া যায় । আপনারা আইএসপি যদি সার্ভারটি কানেক্টেড থাকে তাহলে আপনি সার্ভারটি ব্যবহার করতে পারবেন। আর তাছাড়া অন্যান্য পিডিএফ সার্ভার থেকে এটি একটু কমই স্পিড তবে আশা করি ডেলিভারি তেমন একটা সমস্যা হবে না । আমরা নিয়মিত কাজ চলে যাবে। সো যদি আমাদের এই তথ্যটি পড়ে আপনি উপকৃত হন অবশ্যই আমাদের গ্রুপটিতে জয়েন হবেন এবং আমাদের পেজটিতে লাইক দিবেন। ধন্যবাদ।
FTP URL: mangogamers.com